এটিএম-এ ঢুকে এক গ্রাহককের টাকা আত্মসাত করায় ধৃত ১

বারাসাত : প্রদীপ দাস

ভারতীয় রাষ্ট্রায়ত্ব ব‍্যাংকের এটিএম-এ ঢুকে এক গ্রাহককে সাহায্য করার নাম করে তার টাকা আত্মসাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সেই অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। অভিযোগ,হাসনাবাদ বরুন হাটার বাসিন্দা সুমন্ত ঘোষ নামের ওই যুবক রাষ্ট্রায়ত্ব ব‍্যাংকের কর্মী বলে পরিচয় দিয়ে ব‍্যাবসায়ী শিপন মজুমদারকে এটিএম এর মাধ্যমে টাকা জমা করতে আসলে তাকে সাহায্যের কথা বলে। এরপর ওই ব‍্যাবসায়ী পঞ্চাশ হাজার টাকা নিজের অ‍্যাকাউন্টে জমা করতে চাইলে মেশিনের ত্রুটির কারণে পঁচিশ হাজার পাঁচশো টাকা জমা করতে সক্ষম হয়। এবং বাকি চব্বিশ হাজার পাঁচশো টাকা ওই ব‍্যাবসায়ীর খাতে জমা করতে তাকে মধ‍্যমগ্রামে নিয়ে যায়। টাকা জমা দেওয়ার পরেও নিজের অ‍্যাকাউন্টে জমা না হওয়ায় সন্দেহ হয় ওই ব্যাবসায়ীর। এরপর অভিযুক্ত যুবককে ওই ব্যাংকের বারাসাত শাখায় নিয়ে গিয়ে খোঁজ নিলে আসল ঘটনা প্রকাশ পায় যে সে একজন ভুয়ো কর্মী। পরবর্তীতে ওই ব্যাবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।