বিধাননগর:সাকিল মুস্তাক
সল্টলেকের বিভিন্ন মার্কেটে রাজ্যের এনফর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের হানা। কালোবাজারি রুখতেই এই হানা ইবির। বিভিন্ন বাজারে সবজি, ফল, মাছ এবং মাংস বিক্রেতাদের সাথে কথা বলেন ইবির আধিকারিকরা। বিভিন্ন মার্কেটে খুচরো বিক্রেতারা কোথায় থেকে মাল কিনছে, কত দামে কিনছে এবং খুচরো বিক্রেতারা জিনিসপত্র কত টাকায় বিক্রি করছে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে ইবির অধিকারিকরা। বিক্রেতারা জিনিসপত্র মজুত করে কালোবাজারি করছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখছে ইবির আধিকারিকরা।বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা জানান বৃষ্টি ও তেলের মূল্য বৃদ্ধির কারণে দাম বাড়ছে।