খুনের কিনারা করল চাকদা থানার পুলিশ
নদীয়া:কাজল বসাক
নদিয়া চাকদা থানার অন্তর্গত রিপন ঘোষ , বয়স (২৬) দশমীর দিন খুন হন তিনি। পুলিশ সূত্রে জানা যায় দশমীর দিন কামালপুর বয়েজ স্কুলের পাশের গলি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার রিপন । জানা যায় রিপন চাকদহ একটি ফার্মেসী দোকানে কাজ করতেন । এই ঘটনার পরে রিপনের পরিবারের পক্ষ থেকে চাকদহ থানায় একটি খুনের অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে চাকদহ থানার পুলিশ। তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করা হয় । অভিযুক্তরা হলেন বাপি দুর্লভ (৩২) খোকন দুর্লভ (১৭) সৌম্যদীপ রায় (১৭) অভিযুক্তদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।