১০/১০/২০২২ তারিখে, ডিডি বিধাননগর একটি বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে হানা দেয় সল্টলেকে সেক্টর ফাইভের শৈলা টাওয়ারের, ৫ম তলায় একটি ভুয়ো কল সেন্টারে।

ঘটনা চক্রে ২২জন পুরুষ এবং ১২জন মহিলা-কে গ্রেপ্তার করা হয়। তারা রিলায়েন্স জিও ইনফোকমের ব্যানারে জিও টাওয়ার স্থাপনের নামে এবং রিলায়েন্স জিও ফাইন্যান্স লোন, বাজাজ ফাইন্যান্সের ব্যানারে ঋণ অনুমোদনের নামে বেকার যুবকদের চাকরির সুযোগের নামে প্রতারণা করার জন্য ফোন করে নিরীহ মানুষকে প্রতারণা করছিল। তারা মূলত ভারতের বিভিন্ন রাজ্যে নিজেদেরকে রিলায়েন্সের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে JIO টাওয়ার ইনস্টলেশন এবং ঋণের সুযোগের নামে ফোন করত এবং এর মাধ্যমে টাওয়ার স্থাপনের জন্য এবং ঋণ অনুমোদনের জন্য অর্থ দাবি করত।

ঘটনার পরিপ্রেক্ষিতে সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কেস নং ১৫৯- তে মামলা রুজু হয়।

তথ্য ও ছবির সৌজন্যে: বিধাননগর পুলিশ