ঝাড়গ্রাম :সুমন পন্ডিত,
ইতিমধ্যেই রাজ্যে করোনার তৃতীয় আসন্ন। ঠিক সেই সময় জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলায় সাধারণ মানুষ যাতে রক্তের অভাবে বিনা চিকিৎসায় মারা না যান তার জন্য এক অভিনব উদ্যোগের আয়োজন করলেন জাম্বনী থানার পুলিশ। ঝাড়্গ্রাম জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, এসডিপিও এবং জাম্বনী থানার আইসি অমিত অধিকারির তত্ত্বাবধানে পুলিশকর্মীরা সাধারণ মানুষদের জীবন রক্ষার জন্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এক মহতী প্রয়াস স্থাপন করলেন তারা।