মালদহ বিমানবন্দরে যুবক-যুবতীর জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকা।মৃত যুবক রনি দাস বয়স২১ এবং যুবতী সাম্বিকা রায় বয়স১৯ বছর।প্রাথমিক তদন্তের পর পুলিশ দুর্ঘটনা বলে অনুমান করলেও মৃতের পরিবারের দাবি, খুনের সম্ভাবনা রয়েছে।এদিন বিকেলে ঘটনাস্থলও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার।
এই ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া।এদিকে মৃতের পরিবার সিআইডি তদন্ত দাবি করার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বিমানবন্দরে বসানো হয় পুলিশ পিকেট।পাশাপাশি মৃত দুজনের পরিবারের তরফে এদিন সিআইডি তদন্তের যে দাবি তোলা হয়েছে সেই বিষয়ে পুলিশ সুপার বলেন, কোনও এজেন্সি ঘটনার তদন্ত করতেই পারে, সেক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবেন।এটি নিছকই দুর্ঘটনা না কি অন্য কিছু? তার তদন্ত করছে পুলিশ,এছাড়াও পুলিশ আশাবাদী এই ঘটনায় শীঘ্রই সুরাহা মিলবে এবং দোষীরা ধরা পড়বে।