ডাকাতি করার পরিকল্পনা বানচাল করলো নিউ জলপাইগুড়ির থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় যে,চারজনের একটি দুষ্কর্তীর দল ফুলবাড়ির নাওয়া পারা মোড়ে জরো হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ওই দুষ্কৃতীদের ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা উত্তর দেয় তারা ফাইনন্স কম্পানির টাকা কালেকশন করতে এসেছে। সেই কথা শুনে পুলিশের সন্দেহ হলে তাদের কে গেপ্তার করে। ধৃত ব্যক্তিরা হলো সুভঙ্কর সাহা ও বিশ্বজিত পাল এদের দুজনের বাড়ি হাকিম পারা এলাকায়।এবং সৌরভ দেবনাথ ও মিরাজ আলি এদের দুজনের বাড়ি সহিদ কলোনিতে। এরপর পুলিশ তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।