শ্রী গৌরব শর্মা,আইপিএস, সিপি বিধাননগর সিটি পুলিশ সিনিয়র অফিসার এবং প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে এয়ারপোর্ট থানায় উদ্ধারকৃত ৫০টি চুরি যাওয়া সেল ফোন সঠিক মালিকদের ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও, কালীপূজা উপলক্ষে, জন\সংযোগ মূলক কর্মসূচির অধীনে ৩০০টিরও বেশি পোশাক বিতরণ করা হয়েছে।

তথ্য  ছবির সৌজন্যেপশ্চিমবঙ্গ পুলিশ