দুর্গাপূজোর কমিটি গুলো কে চেক প্রদান করা হলো বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে

বীরভূম : দিব্যেন্দু গোস্বামী

রাজ্য সরকারের অনুপ্রেরণায় ২০২১ সালে রামপুরহাট থানার অন্তর্গত দুর্গাপূজোর কমিটি গুলো কে সরকারি অনুদান হিসেবে চেক প্রদান করা হলো বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে রামপুরহাট থানায়। রামপুরহাট থানার অন্তর্গত সরকারি অনুমোদন প্রাপ্ত ২৩৯ টি পুজো কমিটিকে এদিন চেক প্রদান করা হয়।
পুজো কমিটি গুলির হাতে চেক তুলে দেন রামপুরহাট বিধান সভার বিধায়ক তথা রাজ‍্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব‍্যানার্জী। উপস্থিত ছিলেন রামপুরহাট SDPO সায়ন আহমেদ,রামপুরহাট পৌরসভার প্রশাসক মীনাক্ষী ভকত,IC ত্রিদীব প্রামানিক,বিশিষ্ট সমাজ সেবী পান্থ দাস প্রমূখ।