একের পর এক পথ দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।রাত দিন এক করে পুলিশি নজরদারি চলছে জোরকদমে।
মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে নাগেরবাজার উড়ালপুলে। সোমবার উল্টো দিক থেকে আসা স্করপিওর ধাক্কায় উড়ালপুল থেকে নীচে পড়ে বাইক আরোহী এক মহিলা।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকেই নাগেরবাজার উড়ালপুলের দুই প্রান্তে ট্রাফিক পুলিশ মোতায়ন করা হয়েছে।এবং কোনও গাড়ি নামলেই আটকে চলছে জিজ্ঞাসাবাদ।কড়া নজরদারিতে রাখা হয়েছে পুরো চত্ত্বর।