পুজোর আগে বড়োসড়ো সাফল্য আফগারি দপ্তরের

পুরুলিয়া :সোমনাথ রায়

সোমবার পুরুলিয়ার মানবাজার বরাবাজার সার্কেল এবং দূর্গাপূর ডিভিশন ও বেলগুমা পুলিশ লাইন ডি ই সি রেঞ্জ এর যৌথ উদ্যোগে অভিযান চালায় মানবাজার ও বরাবাজার থানার বেশ কিছু জায়গায়।
সোমবার আফগারি দপ্তর সূত্রে জানা যায় যায়, বরাবাজার থানার ঝরনাকোচা ও মানবাজার থানার জামবনিতে অভিযান চালিয়ে ১৬০০ লিটার অবৈধ চোলাই নষ্ট করে এর সাথে উদ্ধার করা হয় অবৈধ চোলাই তৈরীর অনেক সরঞ্জাম।
এবিষয়ে মানবাজার রেঞ্জ ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাস জানান অবৈধ চোলাই এর বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চলবে।