পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের জন্য মোবাইল টয়লেট নির্মল যান উদ্বোধন করা হয় ,মূলত যে সমস্ত মহিলারা বেশ কিছু জায়গায় ডিউটি পালন করেন, যেখানে লাইন অর্ডার থাকে সেই সব জায়গায়, যেখানে থাকে রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে মিটিং ,মিছিল, মেলা ,খেলা ,সমস্ত জায়গায় এই মোবাইল টয়লেট পৌঁছে যাবে, যেখানে আর পুলিশ মহিলা কর্মীদের সমস্যার সম্মুখিন হতে হবে না। তার জন্যেই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো পুলিশ লাইন মাঠ থেকে, সেই গাড়ির ভেতরে ছিল তিনটি বিভাগে ভাগ করা পায়খানা বাথরুম ও টয়লেট, উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, অতনু ঘোষাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীগণ , এই উদ্যোগ ে ধন্যবাদ যাপন করলেন মহিলা থানার আইসি বনানী রায়,