ঝাড়গ্রাম: সুমন পন্ডিত,
কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কমল সিংয়ের পরিবারের পাশে এসে দাঁড়াল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ। কমল সিংয়ের পরিবারের সঙ্গে তাঁরা দেখা করেন। পরিবারের সদস্যদের হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন তাঁরা। বেলিয়াবেড়া থানার পুলিশ কর্মীরা তাঁদের পাশে আছে। প্রসঙ্গত গত ১৮জানুয়ারি বেলিয়াবেড়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার কমল সিং মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আচমকা এই ঘটনায় কমল সিংয়ের পরিবার অথৈ জলে পড়ে।বেলিয়াবেড়া থানার পুলিশ ও সহকর্মীরা এগিয়ে আসায় খুশি কমলের পরিবার!