মোটর সাইকেল চোরাই চক্রে বড়োসড়ো সাফল্য পুরুলিয়া পুলিশের
পুরুলিয়া : সোমনাথ রায়
আন্তরাজ্য মোটর সাইকেল চোরাই চক্রের বড়োসড় সাফল্য পেল পুরুলিয়া সদর থানার পুলিশ। কয়েক দিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল বাইক চুরির। এরপরই পুলিশ বিশেষ কমিটি গঠন করে। এবং বিভিন্ন জায়গায় পুলিশ নজরদারি চালানো শুরু হয়। আর সেই অভিযানেই উঠে আসে বড়সড় সাফল্য পুরুলিয়া সদর থানার পুলিশের।বিশেষ অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৯ টি নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল ও ১টি মোটর সাইকেলের ইঞ্জিন। এরপরই এই ঘটনার সাথে যুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ধৃতদের বাড়ী পুরুলিয়ার জয়পুর থানার নারায়নপুর গ্রামে। ধৃতরা হল সম্পর্কে ২ ই ভাই। তাদের নাম ইন্তিয়াজ আনসারী (২৫) ও মনসুর আনসারী (২৮)। তাদের জয়পুর থানার চাষমোড় এলাকায় একটি মোটরসাইকেল রিপিয়ারিং-এর গ্যারেজ রয়েছে। সেখান থেকেই পুলিশ উদ্ধার করে ওই চুরি যাওয়া বাইক।