রক্তাক্ত অবস্থায় এক নাবালককে উদ্ধার করল রাজারহাট থানার পুলিশ

রাজারহাট : সাকিল মুস্তাক

 

রাজারহাট থানা এলাকার শিখরপুরের ব্রাহ্মণপাড়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক নাবালক। গুরুতর আহত অবস্থায় চিনার পার্ক এর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে সে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর,শিখরপুরের ব্রাহ্মণ পাড়া এলাকা থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা এরপরই দুইজন যুবককে কাদা মাখা অবস্থায় বাইকে চড়ে পালাতে দেখে এবং রাস্তার পাশে ঝোপে গেলেই দেখতে পায় এক নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপরই রাজারহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ওই নাবালোককে। পুলিশ সূত্রে খবর,নাবালকের নাম প্রযুক্তি নস্কর(১২)। সে শিখরপুর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার মাথার পেছনে কোনো ভারী জিনিস দিয়ে মারা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করছে রাজারহাট থানার পুলিশ। পারিবারিক কোন শত্রুতা নাকি অনলাইন গেম খেলার কারণে এই ঘটনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।