বিধাননগর সিটি পুলিশ -এর ট্রাফিক শাখা বোধন হোমের বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান উৎযাপন করেছে। এছাড়াও, বারুইপুর মহিলা থানা বারুইপুর জেলা পুলিশ, নিউ এজ হোমে একই অনুষ্ঠানের আয়োজন করেছে।

তথ্য  ছবির সৌজন্যেপশ্চিমবঙ্গ পুলিশ