বিধাননগর থেকে শাকিল মুস্তাক
শহরের বুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কখনো ১২০ আবার কখনো ১৩০ বা তারও বেশি স্পীডে গাড়ি চালানো এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হত বারবার। রেড রোড, মা ফ্লাইওভার নিউটাউনের বিশ্ব বাংলা সরনী, ইকোপার্কের ভিতরের রাস্তা সব জায়গাতেই হাই স্পিডে বাইক চালানোর ভিডিও পোস্ট করে বাহবা অর্জন করত এক যুবক আর এই ভিডিও নজরে আসে বিধাননগর পুলিশ কমিশনারেটের। এরপরেই খোঁজ শুরু হয় ওই যুবকের। অবশেষে পুলিশ জানতে পারে পার্ক স্ট্রিটের বাসিন্দা মহম্মদ শাকিব বিপদ্দজনক ভাবে কাওয়াসাকি নিনজা ৬৫০ বাইকটি চালাচ্ছে। এরপরে তার সাথে যোগাযোগ করে বিধাননগর ট্রাফিক পুলিশ। একাধিকবার তার কাউন্সিলিং হয়। এভাবে গাড়ি চালালে নিজের পক্ষে কতটা ক্ষতিকর, অন্যের জন্য কতটা বিপদ্দজনক সেই বিষয়ে বোঝানো হয়। এরপরে আজ নিউটাউন বিশ্ব বাংলা গেটে সেফ ড্রাইভ সেভ লাইভ এর একটি অনুষ্ঠানে চিফ গেস্ট হিসাবে তাকে রাখা হয় এবং তার হাত দিয়ে ফিতে কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পাশাপাশি সচেতনতার বার্তা নিয়ে বাইক র্যালির
প্রথমেই তাকে রাখা হয়। সঙ্গে আস্তে গাড়ি চালান জীবন বাঁচান, হেলমেট পরে বাইক চালান, এই প্ল্যাকার্ড নিয়ে নিউটাউন এলাকায় ঘোরা হয়। আজকের এই অনুষ্ঠানে ওই যুবক নিজের ভুল স্বীকার করে নেন। এদিন এই অনুষ্ঠানে ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্ক স্ট্রিটের বাসিন্দা মহম্মদ শাকিব। এছাড়া উপস্থিত ছিলেন বিধাননগর এসিপি ট্রাফিক মিট কুমার সহ নিউটাউন থানা ও বিধাননগর ট্রাফিক পুলিশ আধিকারিকরা।