একটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী ঘটনার সাক্ষী থাকলো হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার কৃষ্ণপুর গ্রামের মানুষজন।
গত ৮ তারিখে জাঙ্গিপাড়া থানার কৃষ্ণপুর গ্রামের একটি খাল এ ভাসতে দেখা যায় এক নাবালিকার মৃতদেহ। দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন ১৩ বছরের সেই নাবালিকা। ঘটনাটি আমাদের কাছে যেমন দুঃখজনক ঠিক তেমনি তদন্তে নেমে সূত্রের অভাবে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলাম আমরা। শেষ পর্যন্ত জাঙ্গিপাড়া থানা ও হুগলী স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ প্রচেষ্টায় গতকাল ভোর রাতে ঘটনায় যুক্ত চার অভিযুক্তকে হরিপাল থানা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। ধৃত দের মধ্যে ০৩ জন নাবালক।
সাক্ষাৎকারের ভিডিও
হুগলি গ্রামীন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমনদীপ, আইপিএস মহাশয় আজ এক প্রেস বিবৃতিতে অভিযুক্তদের গ্রেফতারির কথা জানিয়েছেন। এছাড়াও পুলিশ সুপার আশ্বস্ত করছেন পুলিশের বিরুদ্ধে ওঠা কয়েকটি অভিযোগের বিভাগীয় তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য ও ছবির সৌজন্যে: হুগলি গ্রামীন জেলা পুলিশ