অক্সিজেন বটলিং প্ল্যান্টের শিলান্যাস: আরামবাগ

সোমবার আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন এলাকায় অক্সিজেন বটলিং প্ল্যান্টের শিলান্যাস করলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। জানা গেছে এই প্ল্যান্টের কাজ সম্পূর্ণ হলে এর ফলে উপকৃত হবেন হাজারো মানুষ। অক্সিজেন বটলিং প্ল্যান্টের শিলান্যাসের মুহূর্তে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন,আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা,
আরামবাগের এসডিও নৃপেন্দ্র সিং,
এসডিপিও অভিষেক মন্ডল,আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী সহ বহু বিশিষ্টজনেরা।1

আরামবাগ : কৌশিক কোলে