অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিনের অনুষ্ঠানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর প্রায় কুড়ি জন জোয়ান স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন।
এছাড়াও রক্তদানের ক্ষেত্রে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সংস্থার সভাপতি এবং হলদিয়া ডক কমপ্লেক্স এর ফিনান্স ডিভিশন এর জেনারেল ম্যানেজার অভিজিৎ গুপ্ত জানান, হলদিয়া বন্দরের ফিনান্স ডিভিশন রিক্রিয়েশন ক্লাব প্রতিবছরের মতো এবছরও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এধরনের উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থার সম্পাদক সুজিত সাহু বলেন,দুঃস্থ,অসহায়দের পাশে দাঁড়াতে,আগামী দিনে আরও অন্যান্য কর্মসূচির উদ‍্যোগ নেবে ফিনান্স ডিভিশন রিক্রিয়েশন ক্লাব।

হলদিয়া : সৌমাল্য ব্যানার্জী