উত্তর ২৪ পরগনা :  আবারও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভাটপাড়ায়। এবার ঘটনাস্থল ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে ২৬ নম্বর রেলগেট সংলগ্ন শান্তি নিবাস পল্লী। রোহিত দাস নামক এক যুবককে তার বাড়ির সামনেই গুলি করে খুন করা হয়। জানা যায় ওই যুবক টিটাগড় জুটমিলে কর্মরত ছিল। শনিবার রাতে কাজে যাওয়ার নাম করে বাড়ির বাইরে আসলেই তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। ঘটনার পর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে রোহিত জানায় তারই বন্ধু করন যাদব তাকে গুলি করে। তবে কি কারনে তাকে খুন করা হলো তা এখনও জানা যায়নি।ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।

 

শান্তনু বিশ্বাস, রিপোর্টার