অপরাধ ঠেকাতে লাইভ সিসি ক্যামেরার ব্যবস্থা করলো চন্দননগর পুলিশ
হুগলি : পলাশ চক্রবর্তী
পুজোর সময় অপরাধ ঠেকাতে একাধিক জায়গা থেকে লাইভ সিসি ক্যামেরায় নজরদারী চালাবে চন্দননগর পুলিশ। তাই
আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে পুলিশ কমিশনার অর্নব ঘোষ দুর্গা পুজোর গাইড ম্যাপ প্রকাশ করেন।চুঁচুড়ার চন্দমনগর ও ভদ্রেশ্বরের জন্য ও ডানকুনি শ্রীরামপুর উত্তরপাড়ার জন্য একটি পৃথক গাইড ম্যাপ প্রকাশ করেন তিনি। পুলিশ কমিশনার এ বিষয়ে বিশদে জানান।
এছাড়া তিনি বলেন,কমিশনারেট এলাকার সাতটি থানার নিরাপত্তা রক্ষায় এসিপি ৮ জন,ইন্সপেক্টর ২২ জন,সাব ইন্সপেক্টর ও এ্যাসিটেন্ট সাব ইন্সপেক্টর ২০০ জন, কনস্টেবল ৩৮০ জন মোতায়েন থাকবে। এছাড়া কুইক রেসপন্সের জন্য ২৬ টি বাইক বিভিন্ন থানা এলাকায় ঘুরবে। সাধারন দর্শনার্থীরা পুলিশের
হোয়াটসঅ্যাপ নম্বর ৯০৭৩৩৯০০৪০ এ ম্যাসেজ করে বা ছবি পাঠিয়ে এবং ল্যান্ড লাইন নম্বর ০৩৩২৬৮০৪৭৩৯ এ ফোন করে অভিযোগ জানতে পারবে। তিনি আরো বলেন,চন্দননগর পুলিশ এলাকায় প্রায় ১৪০০ টি পুজো হচ্ছে এবছর।
