রায়গঞ্জ থানার শ্যামপুর এলাকায় অপহৃত এক গৃহবধূকে উদ্ধার করল পুলিশ। পাশাপাশি ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,ধৃত যুবকের নাম বিশ্বজিৎ বর্মন। তার বাড়ি শ্যামপুর এলাকায়। গত ২৫ শে জুলাই ছোট ছেলে ও কিছু টাকা নিয়ে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই গৃহবধূ। সেখান থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনায় রায়গঞ্জ থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন অপহৃত গৃহবধূর স্বামী প্রভাত বর্মন। তিনি রায়গঞ্জের পাঁচভায়া এলাকার বাসিন্দা। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন তিনি। তবে ঘটনার পর অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে রায়গঞ্জ থানার পুলিশ। বিভিন্ন সূত্র মারফৎ তথ্য পেয়ে শুক্রবার রাতে রায়গঞ্জের শ্যামপুর এলাকায় হানা দেয় পুলিশ। একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত যুবক বিশ্বজিৎ বর্মনকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

রায়গঞ্জ : বিক্রমাদিত্য বিশ্বাস