রাজস্থান : সেনা ও রাজস্থান সিআইডির যৌথ প্রচেষ্টায় ধৃত তিনজন পাকিস্তানী চর। ধৃত আবদুল সাত্তার,রামসিং ও নিতিন যাদব নামে তিন আইএসআই এজেন্ট মুলতঃ ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা পাকিস্তানে পাচার করত। সিআইডি সূত্রে জানানো হয়েছে যে ধৃত তিন চরের মধ্যে আবদুল সাত্তার পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছিল।

 

 

অম্বিকা কুণ্ডু, রিপোর্টার