গত
পরে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যবসায়ী। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।
স্কুটি বাইকটি পরের দিন ডোমজুড়ের ডাঁশপাড়া থেকে উদ্ধার করে পুলিশ। এরপর সারারাত ডোমজুড় থানার অফিসার শুভ্রজিত মজুমদার,পাপ্পু যাদব, অরুপ বিশ্বাস,আলতাব হোসেন,এবং বাঁকড়া ফাঁড়ির অফিসার ইন চার্জ অংশুমান চক্রবর্তীর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতিদের গ্রেফতার করে পুলিশ। ওই ৪ দুষ্কৃতির নাম সেখ সারফারাজ,সেখ লালবাবু,সেখ আসগার এবং এমডি সারফারাজ। এরপর ধৃতদের আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় ডোমজুড় থানার পুলিশ। এর আগেও বহু অসামাজিক কাজকর্মের সাথে জড়িত ওই দুষ্কৃতিরা বলে দাবী পুলিশের।
হাওড়া:সমীর পাত্র
