অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর গঙ্গানগর কাটাখাল এলাকা থেকে বছর 22 এর মুস্তাকিন নামে এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করে নারায়ণপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশকিছু নথিপত্র উদ্ধার হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা ওই যুবককে ভুয়ো ভারতীয় নথিপত্র করতে সহযোগিতা করেছে সেই বিষয়ে তদন্ত করবে পুলিশ। এরপর ওই ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এমনটাই সূত্রের খবর। এছাড়া ওই যুবক ভারতে কতদিন বসবাস করছে,ভারতীয় ভুয়ো নথিপত্র কোথা থেকে তৈরি করেছে এবং কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক,সে সমস্ত কিছু তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ।