বুধবার রাতে খন্ডঘোষ থানা এলাকার বালি খাদান থেকে অবৈধভাবে তিন ট্রাক বালি তুলে চোরা পথে বিনা চালানে সরকার কে রেভিনিউ না দিয়ে খণ্ডঘোষ থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিক্রি করার জন্য। সেই সময় রাতে মেমারি থানার পুলিশ চেকিং-এর সময় ট্রাকগুলোকে আটক করে। এবং তিন জন চালককে গ্রেফতার করে। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।