অভিযান চালিয়ে কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পুলিশ
দক্ষিণ দিনাজপুর : সুমন ভৌমিক
গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট শহরের মঙ্গলপুর কেজি স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পুলিশ৷ শনিবার দুপুরে বালুরঘাট থানার পুলিশ ও জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ-এর যৌথ ভাবে মঙ্গলপুর কেজি স্কুলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে অবৈধ ভাবে মজুত রাখা প্রায় ৪ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পুলিশ৷ যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম রবি দে ৷ তিনি পেশায় গাড়ির চেন মাস্টার৷ এদিকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অবৈধ ভাবে বাড়িতে মজুত রাখা কেরোসিন কোথা থেকে আসত এবং তা কোথায় বিক্রি করা হত তা খতিয়ে দেখছে পুলিশ।
