বাগদা : শান্তনু বিশ্বাস

উত্তর ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বৃহস্পতিবার বাগদা ব্লকে পরিদর্শনে এসে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ করেন। প্রথমে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এবং পরবর্তীতে সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর আশা কর্মী ও এ এন এম কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
এদিন সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সিন্দ্রনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ১০ বেডের হাসপাতাল বানানোর আবেদন জানায় জেলা শাসকের কাছে। এই দিনের পরিদর্শন সম্পর্কে জেলাশাসক সুমিত গুপ্তা জানান,অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। মালিপোতা সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের আশা ও এ এন এম কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।