সমরেশ রায়,দক্ষিণ কলকাতা:  বর্তমান কোভিড 19 এর মতন মারন রোগ ও কর্মক্ষেত্রে বিধিনিষেধ এর পরিস্থিতিতে দাঁড়িয়ে ১০০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত চ্যাটার্জি ও দ.কলকাতার আই এন টি টি ইউ সি কোর কমিটির সদস্য বিতান হালদারের উদ্যোগে ঊষা বাজার এলাকায় আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষদের জন্য দুপুরের রান্না করা খাবার দেওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়। এই দিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ ও অন‍্যান‍্যরা |