শেখ শামসের, শেখ আজিজুল ও শেখ রিন্টু এই তিনজনকে গোপন সূত্রে খবর পেয়ে লোকপুরের বারাবন জঙ্গল থেকে গ্রেপ্তার করে লোকপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি সেভেন এম. এম. ও একটি নাইন এম.এম এবং ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে লোকপুর থানার পুলিশ। তাদের বীরভূমের দুবরাজপুর আদালতে তোলা হয়। এই তিনজনের বিরূদ্ধে টোয়েন্টি ফাইভ ওয়ান Small A, ও 35 of Arms Act এর ধারায় পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়। কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক সমস্ত দিক বিবেচনা করে তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে।
