চলতি মাসের গত ৮ তারিখে রাজারহাট কাজিয়াল পাড়ার কাছে বেশ কয়েকজন যুবক তারা অ্যাপ ক্যাপ বুক করে। এরপর গাড়িতে উঠে চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করে এবং চালককে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় বলে রাজারহাট থানায় অভিযোগ জানান অ্যাপ ক্যাব চালক রাজা যাদব। রাজারহাট থানায় অভিযোগ হলে সেই দিনই গাড়িটিকে উদ্ধার করে পুলিশ এবং ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। তদন্তে নেমে রাজারহাট থানার পুলিশ,প্রথমে বাগুইআটি এলাকা থেকে রাজু মজুমদার এবং শিভম শর্মা নামে দুজনকে গ্রেপ্তার করে। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পায় পুলিশ। নদীয়ার ধানতলা এলাকা থেকে বিশু কর্মকার ও মোহাম্মদ সারফারাজ ও নদিয়া থেকে তাপস মন্ডল ও পরীক্ষিত রায়কে গ্রেফতার করে পুলিশ। ওই ছয় ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নিয়ে আরও কারা কারা জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে রাজারহাট থানার পুলিশ।

রাজারহাট : সাকিল মুস্তাক