আইনি সচেতনতা শিবির আয়োজিত হলো ইন্দাসে
নবেন্দু হাটি – বাঁকুড়া
বাঁকুড়া ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারীর তত্ত্বাবধানে ইন্দাস সংহতি ভবনে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি অভিজিৎ ভট্টাচার্য, ইন্সপেক্টর গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল বিনা খরচে কি ভাবে আইনি পরিষেবা পাওয়া যায় ও আইন সম্বন্ধে সাধারণ মানুষদের অবগত করানো। এদিনের শিবির শেষে ডি এস পি অভিজিৎ ভট্টাচার্য শিবিরে আলোচিত বিষয় সম্পর্কে বিস্তারিত বলেন। তিনি বলেন,
এই শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশেষ করে মহিলারা হাজির ছিলেন। প্রত্যেকটি মহিলা মনোযোগ সহকারে এই আলোচনা শুনেছেন। এবং, সমাজে চলতে গেলে তাদের ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও তারা আলোচনা করেন। তিনি আরও বলেন এই রকম সচেতনতা শিবির যদি জেলার প্রত্যেকটি ব্লকে করা যায় তাহলে আমি মনে করি এই আইন সম্বন্ধে মানুষ অনেক কিছু অবগত হবেন।
