গত কয়েক মাস ধরে বীরভূম জেলার বিভিন্ন শহরে নকল সোনার প্রলোভন দেখিয়ে, টাকা তছরুপের অভিযোগ আসছিল কয়েকজন যুবকের বিরুদ্ধে। এদিন বীরভূম জেলা প্রশাসন ও সিউড়ি থানার উদ্যোগে গ্রেপ্তার করেন ৪ জনকে। ধৃতদের কাছ থেকে প্রায় কয়েকশ নকল সোনার কয়েন ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। সংবাদ মাধ্যমের দ্বারা বীরভূম জেলা পুলিশ সুপার নগেন ত্রিপাঠী জানান, এই সব প্রলোভনে পা দেবেন না এবং কোনো রকম খবর আসলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে বলেন তিনি।

বীরভূম:সৌগত মন্ডল