লকডাউন আইন অমান্য করে বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় গাড়ি নামানোর অভিযোগে ১৬ টি চার চাকা গাড়ি আটক করল বারাসাত থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ
ঘটনাটি বারাসত হেলাবট তলা মোড়ে। ধৃতদের কাছে বৈধ কাগজপত্রও ছিল না বলে অভিযোগ । করোনার সংক্রমণে লাগাম টানতে রাজ্যে কড়া বিধিনিষেধ চলছে । রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকেই । সেই নিয়ম অমান্য করে নানা অজুহাতে রাস্তায় বেরোচ্ছেন অনেকে । এ দিন সকাল বারোটা নাগাদ বারাসত হেলাবট তলা মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে ১৬ টি চারচাকা গাড়িকে আটকানো হয় । কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীরা গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান । কিন্তু সেই কাগজপত্র তাঁদের কাছে ছিল না বলে অভিযোগ । এরপরই একে একে 16 টি চারচাকা গাড়ি বারাসত থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ
