বাঁকুড়া:নবেন্দু হাটি
চুরি যাওয়া বাইক উদ্ধারে বড়সরো সাফল্য পেলো বাঁকুড়া জেলা পুলিশ। তিন চার বছর ধরে চলা বাইক পাচার চক্রের হদিস মিললো পুলিশি তদন্তে। গত ২৪ শে অক্টোবর বাইক পাচার চক্রের মূল পান্ডা বিধান ঘোষকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। বাঁকুড়ার করণজোড়া গ্রামের বাসিন্দা বিধান ঘোষই এই বাইক পাচার চক্রের মাস্টারমাইন্ড বলেই দাবি পুলিশের। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাঁকুড়া জেলার বিভিন্ন থানা সহ পার্শ্ববর্তী পুরুলিয়া ও আসানসোল জেলার থেকে চুরি যাওয়া মোট ২৪ টি বাইক উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ।
