বাইক চুরি চক্রে সাথে জড়িত থাকার অভিযোগে উড়িষ্যার দুই যুবক সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। তারা আন্তঃরাজ্য পাচার চক্রের সাথে যুক্ত বলে পুলিশের ধারনা। তাদের থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া প্রায় ১০ টি বাইক। অভিযুক্তরা হল উড়িষ্যার বালেশ্বর এলাকার শেখ কামাল উদ্দিন ও বাপন দাস। আর অন্য একজন অভিযুক্ত হল মান্দারমনি উপকূল থানার তাজপুর এলাকার শেখ মিরাজুল উদ্দিন। অভিযুক্তরা শুধু পূর্ব মেদিনীপুরের কাঁথিই নয় বিভিন্ন জেলার বাইক চুরি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ প্রাথমিক জানতে পেরেছে। বুধবার অভিয়ুক্তদের কাঁথি আদালতে তোলা হয়।
কাঁথি : সৌমাল্য ব্যানার্জী
