পুলিশ নিউজ ডেস্কঃ শিলিগুড়ি শহর যখন ভারি বৃষ্টির কবলে এবং শিলিগুরির প্রত্যেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক সেসময়ই রক্ষকের মত উদ্ধারকার্যে পথে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকেরা। অবিরাম বৃষ্টির পাশাপাশি দ্রুত গতিতে কাজ করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুরো পুলিশ বাহিনী, CP, DCP, ADCP, ACP থেকে শুরু করে সমস্ত IC/OC থেকে শুরু করে সমস্ত উইংয়ের পুরো ফোর্স। এমত পরিস্থিতিতে এক অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হয়েছিলেন অনেকেই। ওসি আশিঘর ওপি, এসআই সুদীপ দত্তকে দেখা যায় পাঁজাকোলা করে এক ৬৫ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করতে। এই দৃশ্যই বারবার প্রমান করে দেয় পুলিশ সর্বদাই সাধারন মানুষের পাশে রয়ছে।

মৌণোশ্রী সাহা, রিপোর্টার