আবারও পুলিশের মানবিকতার চিত্র প্রকাশ পেল টিকিয়াপাড়া এলাকায়। কিছুদিন আগে ১ তারিখ থেকে মঙ্গলবার পর্যন্ত পুলিশ দিবস উপলক্ষ্যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এমত অবস্থায় টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন একজন ব্যাক্তিকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন দুপুর দুটোয় ডিউটিতে আসা পুলিশ আধিকারিক শুভজিৎ দে। তিনি তৎক্ষণাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষকে ফোন করেন। এরপর ওই ব্যক্তির জ্ঞান ফিরলে সে ক্ষুধার্ত থাকায় তাকে জল এবং বিস্কুট খাওয়ান তিনি। পরবর্তীতে ওই ব্যক্তিকে হাওড়া জেনারেল হসপিটালে নিয়ে যান পুলিশ আধিকারিক শুভজিৎ দে। এছাড়া সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার্সরাও। পুলিশের এমন মানবিক কাজের জন্য সমস্ত পুলিশ বন্ধুদের পুলিশ নিউজ প্রেসের তরফ থেকে কুর্নিশ জানাই।