পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার চোর,ডাকাতদের ধরার জন্য নয়, গ্রাম ও শহর পাহারা দেয়ার কাজ শুধু তাদের নয়। সাধারণ মানুষ বিপদে পড়লে তাদের রক্ষা করা মূল দায়িত্ব। থানার এক সিভিক এর চোখে পড়ে এক ব্যক্তি থানার সামনে ঘোরাঘুরি করছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই সিভিক ভলেন্টিয়ারের কাছে পুরো বিষয়টি জানান। সিভিল ভলেন্টিয়ার গোবিন্দ নাথ সাহা নামে এক ব্যাক্তি কাছ থেকে বাইক করে হাবরা কামারথুবা বাড়িতে ফিরিয়ে দেয় ওই ব্যক্তিটিকে।গৌতম ঘোষ জানান ওই রাতে সিভিক ভলেন্টিয়ার কে পাশে পেয়ে খুশি তিনি।

গোবরডাঙ্গা : শান্তনু বিশ্বাস