আবারও প্রশাসনের মানবিক চিত্র দেখা গেল হাওড়ার সালকিয়ায়। সালকিয়ার হরদয়াল বাবু লেনের একটি পরিত্যক্ত বাড়ির একটি অংশ প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ভেঙে পরে। ওই সময় ওই এলাকারই বছর 45 এর সৌরভ দত্ত নামে এক ব্যক্তি ওই পথ দিয়ে কাজে যাওয়ার সময় ওই ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে যায়। এই ঘটনার পর স্থানীয়রা দমকল,পুলিশ এবং হাওড়া কর্পোরেশনে খবর দেয়। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন,পুলিশ প্রশাসন ও হাওড়া কর্পোরেশন এর লোকজন ঘটনাস্থলে আসেন। এরপর তারা উদ্ধার কার্য চালায়। বহু চেষ্টার পর আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন তারা। পরবর্তীতে ওই ব্যক্তিকে উদ্ধার করার পর হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় প্রশাসন।

হাওড়া : দেবাশীষ গুচ্ছাইত