আজ সকালে শিবপুর বিধানসভার অন্তর্গত রেল ব্রিজের নিচে একটি বিশাল আকৃতির লোহার অংশ রাস্তার মাঝখানে পড়ে থাকায় জনবহুল এই রাস্তায় যাতায়াতে দীর্ঘক্ষণ ধরে অসুবিধায় পড়ছিল পথচলতি মানুষ ও যানবাহন। ডিউটিরত অবস্থায় থাকা দাস নগর ট্রাফিক গার্ডের ওসি শুভ তিনি দেখতে পান এবং তৎক্ষনাত তা সরানোর ব্যাবস্থা করেন। যাতে কোনো মানুষ বিপদে না পড়ে বা অ্যাক্সিডেন্ট না ঘটে। তিনি তড়িঘড়ি জেসিপি ডেকে ওই রেল ব্রিজের নিচের থাকা বিশালাকৃতির লোহার অংশটি সরিয়ে দেন। তার এইরকম মানবিকতার পরিচয় সাধারণ মানুষ বারবারই পেয়েছে।

হাওড়া : সমীর পাত্র