বীরভূম-সৌগত মন্ডল
ভোর রাতে লাভপুরে রাস্তার ধারের জঙ্গল থেকে উদ্ধার হয় এক সদ্যজাত কন্যা সন্তান। পুলিশ সূত্রে খবর,ভোর রাতে লাভপুরের লাঘাটা সংলগ্ন এলাকার পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা ধরে কাজে যাচ্ছিলেন এক আদিবাসী মহিলা। সেই সময় তিনি ওই শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান এবং ওই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমনে যাওয়া একজন ব্যক্তিকে ডাকেন ও শিশুটির কথা বলেন। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন লাভপুর থানাতে। সেই খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় লাভপুর থানার একটি মোবাইল ভ্যান।এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতাল সূত্রে খবর,প্রাথমিক চিকিৎসার পর শিশুটি সম্পুর্ন রূপে সুস্থ আছে। এরপর ওই শিশুটিকে পুলিশি তৎপরতায় আপাতত চাইল্ড কেয়ার ইউনিটে পাঠানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য,সারা দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে আনন্দধারা স্টেজ থ্রী নামক একটি উদ্যোগ। যে উদ্যোগের মধ্যে দিয়ে প্রশাসনের তরফে অনাথ শিশুদেরকে উদ্ধার করে অনাথ আশ্রমে পাঠানো হচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে লাভপুর পুলিশের এই সদ্যজাত উদ্ধারের ঘটনা যেন জেলা পুলিশের এক নতুন মুখ প্রকাশ করলো তা বলাই বাহুল্য।
