
আবারো বিরাট সাফল্য রানাঘাট পুলিশের
নদীয়া:কাজল বসাক
পুজোর আগে রানাঘাট থানা এলাকার প্রায় 52 জন মানুষকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরালো রানাঘাট থানার পুলিশ। রানাঘাট থানায় এই মোবাইল ফেরালো রানাঘাট মহকুমার পুলিশ এসডিপিও প্রবীর মন্ডল ও রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি । পুলিশের কাছ থেকে এমন ভাবে মোবাইল ফেরত পাওয়াকে পুজোর উপহার হিসেবেই দেখছেন রানাঘাটবাসী। তবে পুলিশের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ এবং তারা চাইছেন পুলিশ এভাবেই তাদের পাশে থাকুক।
