৬৩ নং সশস্ত্র সীমাবল ও বন্ধন শিক্ষা কর্মসূচির যৌথ উদ্যোগে আমডাঙার রফিপুর এলাকায় আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এদিন প্রায় ৫০০ বৃক্ষরোপণ করা হয়। বন্ধন শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বহু চারা গাছ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৩ নং সশস্ত্র সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার দীপক কুমার,প্লান্টেশন নডাল অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস ও রঘুনাথ হালদার,আঞ্চলিক ব্যবস্থাপক বন্ধন শিক্ষা কর্মসূচির সুচন্দন সরকার,অনুপকুমার মণ্ডল,অম্লান লস্কর,সহ একাধিক জাওয়ান ও এলাকার শিশু, মূলতঃ বৃক্ষরোপণ এর উপকারিতা বোঝাতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।