ধূলাগরঃ আরও একবার ফুটে উঠলো পুলিশের মানবিক রূপ।
ধূপগুরি থানার অন্তর্গত গোবিন্দপল্লীর বিস্তীর্ণ জলমগ্ন এলাকার বাসিন্দাদের জীবন বাঁচাতে ত্রাণ নিয়ে হাজির হলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার। দুঃস্থ অসহায় এলাকাবাসীর মধ্যে শুকনো খাওয়ার ও জল বিতরণ করেন।
অম্বিকা কুন্ডু, রিপোর্টার