কয়েকদিন আগেই ভয়াবহ বন্যা হয়েছিল আরামবাগ মহকুমা জুড়ে। তখন খানাকুল এলাকা ক্ষতিগ্রস্ত হলেও আরামবাগে সেই ভাবে তার প্রভাব পড়েনি। কিন্তু আগের তুলনায় এবারে মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি করছে। এবারে আরামবাগের নদীর তীরবর্তী এলাকার ঘর-বাড়ি গুলি পুরোপুরি ভাবে ডুবে গেছে। বিশেষ করে আরামবাগের হসপিটালরোড,
দৌলতপুর,কালিপুর, সতিতলা সহ বিভিন্ন এলাকার প্রধান রাস্তার উপর জলমগ্ন। তারউপর রাত্রে বাঁধ ভেঙে যাওয়ায় হুড়মুড় করে তীব্র জলের স্রোতে আরামবাগ শহরের বেশ কিছু জায়গা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত। বাড়িঘর সহ বাস-লড়ি,বাইক,
চারচাকা গাড়ি সব জলের তলায়। এখনো পর্যন্ত অনেক মানুষ তাদের নিজের ঘরে আটকে পড়েছে। খাদ্য পানীয় জল মিলছেনা।আর তাই তাদেরই উদ্ধারকার্যে নেমেছে এনডিআরএফ সহ প্রশাসনিক আধিকারিকরা।
হুগলি : পলাশ চক্রবর্তী
