আরামবাগ মহকুমার সর্বত্র চলছে দুয়ারে সরকার শিবির। এই শিবিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কোভিড বিধি সুনিশ্চিত করতে নিরন্তর কাজ করে চলেছে হুগলি গ্রামীণ পুলিশ জেলার পুলিশকর্মীরা। সময়ে সময়ে তদারকি করছেন এস.ডি.পি.ও আরামবাগ,সি.আই. আরামবাগ, আই.সি. আরামবাগ প্রমুখেরা।