আরামবাগ এর গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় আরামবাগ বদনগঞ্জ নামে একটি যাত্রীবাহী বাস উল্টে যায় ফলে আহত হয় একাধিক যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাটের বিশাল পুলিশবাহিনী।এরপর গোঘাট থানার পুলিশ ও সাধারণ মানুষের প্রচেষ্টায় গুরুতর জখম হওয়া যাত্রীদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা যায় মোট আহত হয়েছে 23 জন যাত্রী। এবং স্থানীয়দের সূত্রে খবর,গাড়িটি আরামবাগ থেকে গোঘাটের বদনগঞ্জ যাচ্ছিল। গাড়ির গতি বেগ বেশি থাকায় এবং রাস্তা ভীষণভাবে খারাপ থাকায় গর্তে পড়ে গাড়ির স্টিয়ারিং ভেঙে এই দুর্ঘটনা হয়। পুরো বিষয়টি তদন্ত করছে প্রশাসন। পরবর্তীতে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল দ্রুত আরামবাগ হাসপাতালে যান এই ঘটনার খবর পেয়ে। এরপর তিনি আহতদের সাথে কথা বললেন। তাদের শারীরিক অবস্থা এবং কি কারণে এ দুর্ঘটনা তা যাত্রীদের থেকে জানার চেষ্টা করেন।

আরামবাগ:কৌশিক কোলে