যুবসমাজ যেন আজ অস্থির। প্রযুক্তির অপব্যবহারের ফলে নিমেষে পাল্টে যাচ্ছে সমাজ। আর তাই সমাজে বাড়ছে নানামুখী অস্থিরতা। নীতি আদর্শ এবং মূল্যবোধ যেন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তাই যুব সমাজ আজ মাদকে আসক্ত হয়ে দিকবেদিক ঘুরছে। আর তাই তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম থানার আইসি শহরের পাঁচমাথা মোড়ে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নিয়ে মূল স্রোতে ফিরে আসা যুবকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করেন। এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ জন।

ঝাড়গ্রাম : সুমন পন্ডিত